ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যে ক্যাফেতে আড্ডা খানাপিনা নিঃশ্বব্দে

ডেস্ক রিপোর্ট
🕐 ২:০৯ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

চীনের গুইঝো প্রদেশে এমন এক ক্যাফেটেরিয়া তৈরি হচ্ছে যেখানে হট্টগোল বা উচ্চস্বরে কথা বলা যাবে না। আন্তর্জাতিক সংস্থা স্টারবাকসের তৈরি এ ক্যাফেই হতে চলেছে ‘বিশ্বের সবচেয়ে শান্ত কাফেটেরিয়া’। এমন তথ্য দিয়েছেন স্টারবাকসের প্রধান লিও তোসি।

তিনি বলেন, ক্যাফেটি নিঃশব্দ রাখার জন্য বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হবে যার মাধ্যমে সেখানে আগত অতিথিরা একটি শব্দ উচ্চারণ না করেও কফি, স্ন্যাকসের অর্ডার দিতে পারবেন। কোনো শব্দের প্রয়োজনই হবে না। যে যা চাইবেন, তা নিখুঁতভাবেই তার কাছে পৌঁছাবে। কোনো ভুলভ্রান্তি হবে না। জানা যায়, সমগ্র চীনে স্টারবাকসের প্রায় ৩৮০০ ক্যাফে রয়েছে। এর মধ্যে এটিই হতে চলেছে সবচেয়ে আলাদা।

মূলত, শ্রবণ ক্ষমতাহীন বা বধিরদের সম্মানার্থেই স্টারবাকস শব্দ ছাড়া এই ক্যাফেটেরিয়া বানাচ্ছে। আগামী বছর নাগাদ চালু হতে চলেছে ব্যতিক্রমী এই ক্যাফে।

 
Electronic Paper