ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিদায় ‘গ্রাম্পি ক্যাট’

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৩৯ পূর্বাহ্ণ, মে ২০, ২০১৯

গাম্ভীর্য ভাবের জন্য ইন্টারনেটে বেশ পরিচিত এই বিড়াল। কারণ, তার হাবভাব এবং চোখের কী ভঙ্গিমা সহজেই যে কারও নজর কাড়তে বাধ্য। এর নাম ‘গ্রাম্পি ক্যাট’ বা ‘রাগী বিড়াল’।

সে থাকত আমেরিকার লস অ্যাঞ্জেলসে। কিন্তু, গত শুক্রবার তার মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়, মাত্র ৭ বছর বয়সে মৃত্যু হয়েছে এই গ্রাম্পি ক্যাটের। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পালক পরিবার ও অনুরাগীরা। তার মৃত্যুর খবর আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন অনেকেই।

দীর্ঘদিন ধরেই যে পরিবারের সঙ্গে থাকত ওই বিড়ালটি সেখানকার সদস্যরা জানান, ‘অত্যন্ত আদরেই আমাদের কাছে থাকত ও। আমাদের পরিবারেরই এক সদস্য ছিল। ও আমাদের সন্তানসম। সম্প্রতি অসুস্থ হয়ে মারা গেলে বিড়ালটি।’

মিক্সড-ব্রিড এই বিড়ালটির আসল নাম ‘টারদার সস’। প্রথম তার ছবি প্রকাশ্যে আসে ২০১২ সালে।

 
Electronic Paper