ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সমুদ্রে মদের বার

ডেস্ক রিপোর্ট
🕐 ১:২৮ অপরাহ্ণ, মে ১৫, ২০১৯

পৃথিবীতে এমন একটি বার-রেস্টুরেন্টের খবর পাওয়া গেছে যেটি সমুদ্রের ওপর বানানো হয়েছে। অবাক হওয়ার কিছু নেই। ক্যারিবিয়ান দেশ জামাইকার উপকূল থেকে মাত্র এক কিলোমিটার সমুদ্রের ভেতরে এই বার বানানো হয়েছে।

‘ফ্লয়েড’স পেলিক্যান বার’ নামক এই বারে মাত্র একজন মদ পরিবেশক (বারট্রেন্ডার) রয়েছে। তবে আশ্চর্যের কথা, সে এক মৌসুমে একাই সম্পূর্ণ বারটি পরিচালনা করেন। বছর বছর ভাড়া দেওয়া হয় কাঠের তৈরি ফ্লয়েড’স পেলিক্যান।

অনলাইনে আবেদন সংগ্রহের মাধ্যমে একজন ব্যক্তি এর দায়িত্ব পান। মজার বিষয় হচ্ছে, এখানে যিনি বারট্রেন্ডার হিসেবে কাজ করবেন তার শুধু নৌকা চালানোর যোগ্যতা থাকলেই চলবে।

কারণ, তাকেই এখানে আসা কাস্টমার বা অতিথিদের এক কিলোমিটার নৌকা চালিয়ে উপকূল থেকে এই বারে আপ্যায়নের জন্য আনতে হবে।

 

 

 

 
Electronic Paper