ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাশুড়ির জন্য ‘মা দিবস’

ডেস্ক রিপোর্ট
🕐 ১:২৫ অপরাহ্ণ, মে ১৪, ২০১৯

পৃথিবীব্যাপী দুদিন আগে পালিত হলো ‘মা দিবস’। এদিন সবাই সবার মায়ের জন্য দোয়াসহ অনেক উৎসবের আয়োজন করেছে। মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শনেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছে ঝড়।

তবে, সবাইকে ছাপিয়ে চীনে আয়োজিত হয়েছে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের। চীনের হেনান প্রদেশের লোইয়াংয়ের একটি গ্রামে মা দিবস উপলক্ষে ১০০ জন মহিলা তাদের শাশুড়িকে অভিনব কায়দায় সম্মান জানিয়েছেন।

সুস্বাস্থ কামনা এবং তা নিশ্চিতে ওই ১০০ মহিলা নিজের হাতে নুডলস রান্না করে তাদের শাশুড়িদের খাইয়েছেন। শুধু নিজের মা নয় বরং সব মায়েদের সম্মান জানাতেই ১০০ চীনা বউ এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

যদিও সরকারি প্রণোদনায়ই তারা এমন কাজ করেছে, তবুও বিষয়টি নিঃসন্দেহে ইতিবাচক।

 
Electronic Paper