ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বারটেন্ডার রোবট!

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:০৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৯

রোবটের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি বারে জায়গা নিয়ে নিল যান্ত্রিক রোবট! চীনের সাংহাইয়ের একটি বারে প্রথমবারের মতো রোবট নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।

মাত্র ৯০ সেকেন্ডেই একটি কাপভর্তি পানীয় দক্ষতার সঙ্গে গ্রাহকের হাতে পৌঁছে দিতে পারবে রোবটটি! হ্যাপি লেমন নামে স্থানীয় পানীয়ের দোকানটি পরিচালনা করবে এই রোবট। কৌবে নামে একটি অ্যাপ্লিকেশন থেকে অর্ডার নিয়ে অপেক্ষমাণদের শৃঙ্খলভাবে প্রয়োজনীয় সেবাও দেবে।

এর আগে সাংহাইতে অনুষ্ঠিত ২০১৮ সালের চীন ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতে (সিআইআইই) কফি পরিবেশনের জন্য এমন একটি রোবোটিক হাত ব্যবহার করা হয়েছিল।

 

 
Electronic Paper