ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আবর্জনা দিলেই নগদ অর্থ

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:০৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৯

অবাক হওয়ার কিছু নেই। এবার সত্যি পরিত্যক্ত জিনিস বা আবর্জনা দিলেই পাওয়া যাবে নগদ টাকা। বিষয়টি চীনের সঙ্গে সম্পর্কিত হওয়ায় আসলে টাকা নয় বরং পাওয়া যাবে ইউয়ান (চীনা মুদ্রা)।

সম্প্রতি চীনের সাংহাইয়ের ইয়াংপুতে এমনই এক মেশিন চালু করেছে সেই দেশের কর্তৃপক্ষ। স্বয়ংক্রিয় ওই মেশিনে খবরের কাগজ, হাডবোর্ড, বোতল এবং পুরনো কাপড় দিলে তা পুনরায় ব্যবহারের জন্য উপযোগী করা হবে।

মজার বিষয় হচ্ছে, এ জাতীয় নিদিষ্ট দ্রব্য স্ক্যান করলেই কেজিপ্রতি পাওয়া যাবে নগদ ১ ইউয়ান। ময়লা এদিক-সেদিক ফেলা রুখতে আবিষ্কৃত মেশিনটির নাম দেওয়া হয়েছে ‘ইন্টেলিজেন্ট ক্ল্যাসিফিকেশন অ্যান্ড রিসাইকেলিং মেশিন’।

মূলত, বাসা-বাড়ির বর্জ্য পুনরায় ব্যবহারের লক্ষ্যেই এ মেশিন আবিষ্কার করেছে চীনা সরকার। এতে ব্যাপক সাড়াও মিলছে।

 
Electronic Paper