ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভোটারদের বুথমুখী করতে মুখোশ

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:২২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯

ভোটারদের ভোটদানে সচেতন করবে মুখোশ। এমন আশায় ভারতের কলকাতার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন মুখোশকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।

সম্প্রতি এই মুখোশ ব্যবহার করা হয়েছে প্রশাসনের ভোট সংশ্লিষ্ট মাসকটে (প্রতিরূপ)। এর নাম দেওয়া হয়েছে ‘নাগরিক’। জেলার প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য হলো কুশমণ্ডিত মুখোশ।

প্রশাসনের দাবি, ভোটার লিস্টে নাম তোলা থেকে ভোটদানে আগ্রহ বাড়ানো পুরো নির্বাচনী প্রক্রিয়াতেই স্থানীয় মুখোশ ও শিল্পীদের গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন মাসকটের সৌজন্যে নতুন ভোটারদের বুথমুখী করা অনেক সহজ হবে।

এর আগে মুখোশের মাধ্যমে প্রচারের ফলে ব্যাপক হারে নতুন ভোটার বৃদ্ধি পায় জেলাটিতে।

 
Electronic Paper