ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতে প্রথম রোবট পুলিশ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৯

এই প্রথম ভারতে রোবট পুলিশ নিয়োগ হলো যার নাম ‘কেপি-বট’। কেরালা পুলিশ ডিপার্টমেন্টের টেকনোলজিক্যাল রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার এই রোবট বানিয়েছে।

পুলিশের প্রায় সব রকম অফিসিয়াল কাজকর্ম করে ফেলবে একাই। যেমন ধরুন, কাউকে গাইড করা, রিসিপশনে কে ঢুকছে বের হচ্ছে, তাদের নাম এন্ট্রি করা, পুলিশ কর্তাদের অ্যাপয়নমেন্ট ঠিক করা। এসবই একা সামলে নেবে কেপি-বট।

এমনকি কেপি-বটের মুখে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা লাগানো রয়েছে। যা মুখের ছবি তুলে রাখতে সক্ষম।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কেপি-বটের প্রযুক্তি আরও উন্নত করা হবে। ফলে দুষ্কৃতদের চিনে তাদের থানায় ঢোকা থেকে আটকাতেও সক্ষম হবে রোবট পুলিশ।

গত মঙ্গলবার দেশের প্রথম রোবট পুলিশের উদ্বোধন করেন কেরালার মুখ্যমন্ত্রী।

 
Electronic Paper