ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কনিষ্ঠতম কোটিপতি

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯

যুক্তরাজ্যের লন্ডনের বাসিন্দা ও কুইন এলিজাবেথ হাইস্কুলের ছাত্র ভারতীয় বংশোদ্ভূত ১৯ বছরের অক্ষয় রুপারেলিয়া এখন সেদেশের কনিষ্ঠতম কোটিপতি। আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্যা মিররের’ প্রতিবেদন থেকে জানা যায়, খুব অল্প বয়সেই নিজের অনলাইন এস্টেট এজেন্সির ব্যবসা শুরু করেন অক্ষয়।

আত্মীয়দের কাছ থেকে সাত হাজার পাউন্ড ধার নিয়ে অক্ষয় শুরু করেছিলেন ব্যবসা। অনলাইনে বাড়ি বিক্রি করে এখন যুক্তরাজ্যের কনিষ্ঠতম কোটিপতিদের অন্যতম সে।

জানা যায়, অন্য এজেন্টরা যে কাজের জন্য হাজার পাউন্ড চার্জ করেন, ওই কাজই মাত্র ৯৯ পাউন্ডের বিনিময়ে করে দেয় তার কোম্পানি। আর এতেই ব্যবসা শুরুর মাত্র ১৬ মাসের মধ্যে সবচেয়ে বড় অ্যাসেট এজেন্সিগুলোর তালিকায় আসে তার প্রতিষ্ঠান ‘ডোরস্টেপস্’। মাত্র এক বছরে অক্ষয়ের অনলাইনে জমি-বাড়ি বেচাকেনায় সংস্থার মূল্য দাঁড়িয়েছে ১২ মিলিয়ন পাউন্ড বা ১০৩ কোটি ২৩ লাখ টাকা।

 
Electronic Paper