ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এ বছরের ‘সুপারমুন’

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯

গত মঙ্গলবার সমগ্র পৃথিবী থেকেই দেখা গেছে ‘সুপারমুন’। ওই দিন পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল চাঁদ। তথ্য অনুযায়ী, ২০১৯ সালের পরবর্তী সময়ে আর এত বড় এবং উজ্জ্বল চাঁদ দেখা যাবে না। চাঁদের এই দর্শনকে ‘সুপার মুন’ও বলা হয়েছে।

মূলত শীতের শেষ দিকে এতো বড় চাঁদ দেখায় এই নাম দেওয়া হয়েছে। নাসার দেওয়া তথ্য অনুযায়ী, পৃথিবীর কক্ষপথ থেকে এই সময়ে চাঁদের দূরত্ব ছিল ৩ লাখ ৬৫ হাজার ৩০০ কিলোমিটার।

এদিকে, গত মঙ্গলবারই ছিল লুনার মাসের ১৫তম দিন। এ দিনে পৃথিবীর অনেক দেশেই ‘ল্যানটার্ন উৎসব’ পালিত হয়। উৎসবে ল্যানটার্ন উড়ানোসহ এত বড় চাঁদ দেখে নিশ্চয়ই পৃথিবীব্যাপী তা বেশ উদযাপিত হয়েছে।

 
Electronic Paper