ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আয়না মাকড়সা!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯

মাকড়সাও কি বহুরূপী হয়? সম্প্রতি এক আটপেয়ে আয়না মাকড়সার খোঁজ মিলেছে। খালি চোখে দেখলে মনে হবে গায়ে শিশির বিন্দু নিয়ে চলছে। কিন্তু ম্যাগনিফায়িং গ্লাসে ধরা পড়ে এর সারা দেহ ভিন্নরঙা কাচের টুকরোয় সাজানো।

গুয়ানাইন নামের রাসায়নিক নিঃসরণে রুপার মতো আস্তরণ তৈরি হওয়ায় সূর্যের আলোতে বিচিত্র সুন্দর হয়ে ওঠে আয়না মাকড়সাটি।

ভারতের প্রযুক্তিবিদ ইন্দ্রনীলের ফ্রেমে বন্দি হয়েছে এমনই দুর্লভ মাকড়সা।

সোনারপুরের নরেন্দ্রপুরের জঙ্গলে এর বসবাস। ইন্দ্রনীল মাকড়সার প্রথম দেখা পান কচুপাতার নিচে। খসখসে পাতা এদের প্রথম পছন্দ। বৈচিত্র্যের ভিন্নতায় বিশ্বের শীর্ষ দশ বিস্ময় মাকড়সার তালিকায় উঠে এসেছে ইন্দ্রনীলের আয়না মাকড়সাটি।

 
Electronic Paper