ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ওয়াইনগ্লাসেই বসবাস!

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

পর্তুগালের নান্দনিক ঘরগুলোর সংবাদ শিরোনামে উঠে আসার পেছনে রয়েছে বিশেষ কারণ। স্বাভাবিক কোনো ঘর নয় এগুলো। মদ্যপানে নিষেধাজ্ঞাহীন দেশটিতে তৈরি ওয়াইনের গ্লাস আকৃতির ওয়াইনগ্লাসেই বসবাস! ঘরগুলো সবার নজর কেড়েছে।

যারা ওয়াইন পছন্দ করেন তাদের জন্যই তৈরি করা হয়েছে এমন সুন্দর ঘর। অর্থাৎ শুধু পান করেই নয় বরং ওয়াইনগ্লাসেই বাস করা যাবে! পাওলো পেরিরা এবং মারিয়া ডো সিউ গনকালভস নামের দুজন পর্তুগালবাসী এই ওয়াইনগ্লাস ঘরের মালিক। তারা পর্তুগালের ডোরো অঞ্চলের কুইন্টা দা পাচেকা এস্টেটে ১০টি বিলাসবহুল সুইট তৈরি করেছেন।

দৈত্যাকারের ওয়াইনগ্লাসের ঘরগুলো বানানো হয়েছে পাইন গাছ থেকে। আকারে ওয়াইনগ্লাসের ঘরগুলোর অন্দরসাজ বেশ নান্দনিক। ক্লান্তি জুড়াতে রয়েছে আরামদায়ক বিছানা। কাচের জানালা দিয়ে উপভোগ করা যাবে নজরকাড়া দৃশ্য।

আর বিকালের নরম রোদে ওয়াইনের স্বাদ নিতে নিতে গল্প জমানো যাবে ঘরের সামনের এক চিলতে কাঠের উঠোনে।

 
Electronic Paper