ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এ হৃদয় নয়, বিষফুল!

রকমারি ডেস্ক
🕐 ৩:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০৯, ২০১৯

দেখতে কত সুন্দর একটা ফুল। রং আর আকৃতিতে অনন্য। অবিকল যেন গাছের ডালে ফুটে আছে রঙিন হৃদয়। প্রেমিক হৃদয় তো রঙিনই হয়। রক্ত লাল, রক্তাক্ত রঙীন হৃদয়। তা এই ফুল দেখতে যেমনই হোক, এই ফুল কিন্তু সাংঘাতিক।

অনেকেরই মনে পড়ে যেতে পারে সত্যজিৎ রায়ের বিখ্যাত ছোটগল্প ‘বিষফুল’-এর কথা। সেখানেও ‘ভারী সুন্দর হলুদ কমলা আর বেগুনি রঙের ফুল’-এর সন্ধান পেয়েছিলেন গল্পের প্রধান চরিত্র জগন্নাথবাবু। ক্রমে আবিষ্কৃত হয়েছিল ফুলটির সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে থাকা ভয়ানক বিপদের কথা।

সত্যজিতের ‘বিষফুল’ নেহাতই গল্প। ‘এশিয়ান ব্লিডিং হার্ট’ নামের ওই ফুলের শরীরময় বিষের থলি! ছুঁলেই সর্বনাশ। হয়তো মৃত্যু হবে না। কিন্তু আপনাকে শয্যাশায়ী করে দিতেই পারে এই ফুল। অ্যালার্জি হয়ে শরীরময় লাল দাগে ভরে যেতে থাকবে। শ্বাস নিতে কষ্ট হবে। বমির ভাব হবে। সব মিলিয়ে এই ফুল সত্যিই বিপজ্জনক।

কাজেই রক্তাক্ত হৃদয়টি গাছেই ঝুলে থাকুক। কখনও সামনাসামনি হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে না চাওয়াতেই মঙ্গল। না হয় হিতে বিপরীত হতে সময় বেশি আর লাগবে না!

 
Electronic Paper