ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাইওয়ের আকশে পক্ষী-বিপর্যয়!

রকমারি ডেস্ক
🕐 ২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০২, ২০১৯

অনেকেই বলছেন, এ কোনও আসন্ন বিপর্যয়ের পূর্বাভাস আবার অনেকে ঘটনাটিকে ‘বার্ড-পোক্যালিপ্স’ বলে বর্ণনা করছে। সংবাদমাধ্যমও ঘটনাটিকে ‘পক্ষী-বিপর্যয়’ হিসেবেই দেখছেন।

সম্প্রতি, সোশাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিওতে এমনটাই ঘটতে দেখা গেছে। তাতে দেখা গেছে, দিনের আলো থাকতেই নেমে এল অন্ধকার। আকাশ কালো করে উড়তে লাগল হাজার হাজার পাখি। এমন দৃশ্য ভিডিও বন্দি করে সোশাল মিডিয়ায় পোস্ট হতেই শুরু হয়ে যায় আতঙ্ক। অনেকেই এই ঘটনাকে ধ্বংসের পূর্বাভাস বলে বর্ণনা করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনের।

মাধ্যম সূত্রে প্রকাশ, পাখিগুলি প্রথমে হাইওয়ের রেলিংয়ে বসেছিল। হঠাৎই তারা উড়তে শুরু করে। বিপুল সংখ্যক পাখির এই অদ্ভুত আচরণে স্তম্ভিত হয়ে যান হাইওয়ের গাড়ি-চালকরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই কাণ্ডে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় হাইওয়ের কয়েকটি লেন। থমকে যায় অগণিত গাড়ি।

তবে ঠিক কি কারণে এই পাখিগুলো এমন আচরণ করল, তা জানা যায়নি। তবে অনেকেই বলছেন, এ কোনও আসন্ন বিপর্যয়ের পূর্বাভাস। ঘটনাটিকে ‘পক্ষী-বিপর্যয়’ বলে বর্ণনা করছে সংবাদমাধ্যম।

 
Electronic Paper