ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাঁদরে আক্রান্ত তাজমহল!

রকমারি ডেস্ক
🕐 ৩:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯

অন্যরকম এক বিপদে আক্রান্ত অদ্ভুত সৌন্দর্যে অনন্য তাজমহল। ১৭ শতকের এই বিস্ময় স্থাপ্যত্যকে বাঁচাতে অস্ত্র হাতে নামানো হল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্সের জওয়ানদের।

তবে আশ্চর্যের বিষয় হলো তাজমহল কোন হানাদারদের দ্বারা আক্রান্ত হয় নি। বরং অগণিত বাদর হামলা চালাচ্ছে ঐতিহাসিক সৌধে। আর তাদের উৎপাতে অতিষ্ঠ তাজমহলের পর্যটকরা। আক্রমণ রুখতে বিশেষ অস্ত্র হাতে নামানো হল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্সের জওয়ানদের।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, তাজমহলে অগণিত বাঁদরের উৎপাতে বিপর্যস্ত তাজের পর্যটকরা। ২০১৮-এ এক অস্ট্রেলীয় পর্যটক বাঁদরের হামলার শিকার হন। তার আগে এক ফরাসি পর্যটককে বাঁদরে কামড়ায়। এ ছাড়াও ছোটখাটো হামলাবাজি প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এই আক্রমণ রুখতে বিশেষ সিআইএসএফ জওয়ানদের হাতে তুলে দেওয়া হয়েছে গুলতি। তাঁরা সেই অস্ত্র প্রয়োগ করেই বাঁদর তাড়িয়ে পর্যটকদের নিরাপত্তা বিধান করছেন।

আপাতত তাজ মহলে বাঁদরের আক্রমণ প্রতিহত করতে গুলতিই ভরসা জওয়ানদের।

 

 
Electronic Paper