ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আকাশ থেকে নেমে এলো ঝাঁকে ঝাঁকে মাকড়সা

খোলা কাগজ ডেস্ক
🕐 ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯

অদ্ভুত এই ঘটনা ঘটেছে ব্রাজিলে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দি গার্জিয়ান’-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের মিনাস গ্রেনিয়াস রাজ্যে কয়েকদিন আগে হঠাৎ  ঝাঁকে ঝাঁকে মাকড়সাকে মাটিতে নেমে আসতে দেখা যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা। সেই এলাকারই এক কিশোর ঘটনাটির ভিডিও পোস্ট করেন। তার পরেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ভিডিও ভাইরাল হতেই হইচই শুরু হয় নেট দুনিয়ায়।  

তেবে জানা গেছে, এই মাকড়সা সাধারণত একসঙ্গে থাকে এবং জঙ্গলেই বসবাস করে। গাছের সাহায্যে এরা মাটি থেকে অনেক উঁচুতে বড় জাল তৈরি করে এবং সেখানে বাস করে কয়েকহাজার মাকড়সা। সুবিশাল ওই জালে কীটপতঙ্ক এবং মাঝে মধ্যে ছোট পাখিও আটকে যায়। বিশেষজ্ঞরা অনুমান করছে জঙ্গলে আবহাওয়াগত পরিবর্তন কিংবা শিকারের খোঁজেই লোকালয়ে চলে এসছে মাকড়সার দল যেমনটি  ২০১৩ সালে ব্রাজিলের সান্তো আন্তোনিও দা প্লাটিনাতেও ঘটেছিল। তবে জানা গেছে, এই মাকড়সার বিষ মানুষের কোনও ক্ষতি করে না।

 
Electronic Paper