ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সমুদ্রে ভেসে এল ভিনগ্রহী কঙ্কাল

খোলা কাগজ ডেস্ক
🕐 ২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৮

নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি সৈকতে ভেসে আসা এক প্রাণীর দেহাবশেষকে ঘিরে এই মুহূর্তে শুরু হয়েছে তুমুল বিতর্ক। দুই পা, ডানা, ধারালো দাঁত আর লেজ বিশিষ্ট এই কঙ্কালটিকে 'ভিনগ্রহী' বলেই সাব্যস্ত করেছেন স্থানীয়রা।

জানা গেছে, সৈকতের নিকটবর্তী জনপদ ক্রাইস্টচার্চের বাসিন্দা হানা মেরি এই প্রাণীটির ছবি প্রথম নেটে আপলোড করেন। হানার বক্তব্য, প্রথম দর্শনেই জীবটিকে তার এই গ্রহের প্রাণী বলে মনে হয়নি। এক সাক্ষাৎকারে হানা জানান, তারা এই দেহাবশেষ এক প্রাণীদেহ সংরক্ষকের কাছে পাঠান। সেই সংরক্ষকও কঙ্কালটি দেখে চমকে যান। ফেসবুকে ছবিটি পোস্ট হলে তা ভাইরাল হয়ে যায়।

পরে নিউজিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোস্ফেরিক রিসার্চ-এর বিজ্ঞানী ম্যালকম ফ্রান্সিস জানান, এই কঙ্কাল ‘ডিপটোরাস নাসুটাস’ নামের এক সামুদ্রিক প্রাণীর। তা আসলে এক প্রজাতির শঙ্কর মাছ।

ফ্রান্সিস জানিয়েছেন, এই মাছটিকে ‘রাফ স্কেট’ বলা হয়। এদের গায়ে কাঁটা রয়েছে। নিউজিল্যান্ডের সমুদ্রে এদের দেখা মেলে। জীবিত অবস্থায় তাদের দেহ চাকতির মতো। মৃতদেহটি বিকৃত হওয়ার ফলেই এমন বিচিত্র দেখাচ্ছে।

 

 
Electronic Paper