ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

যে ক্যাফেতে পাওয়া যাবে সরীসৃপের স্পর্শ

অনলাইন ডেস্ক
🕐 ১০:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ০২, ২০২৩

যে ক্যাফেতে পাওয়া যাবে সরীসৃপের স্পর্শ

ব্যবসা জমাতে ব্যতিক্রমী কত কিছুই না করার চেষ্টা থাকে উদ্যোক্তাদের। তবে মালয়েশিয়ার সরীসৃপপ্রেমী ইয়াপ মিং ইয়াং হেঁটেছেন আরও ব্যতিক্রম পথে। তাঁর ক্যাফেতে গেলে নেওয়া যাবে সাপ ও টিকটিকির মতো সরীসৃপের স্পর্শ।

 

অবশ্য সরীসৃপপ্রেমী ইয়াপের উদ্দেশ্য ব্যবসা জমানো নয়। তাঁর আশা, কুকুর ও বিড়ালের মতো প্রাণীর প্রতি মানুষ যেভাবে আগ্রহ দেখান, তাঁর ক্যাফেতে আসা অতিথিরা একইভাবে সাপ ও টিকটিকির মতো সরীসৃপের প্রতি ইতিবাচক মনোভাব দেখাতে শিখবেন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে ইয়াপের ‘ফাংস বাই ডেকোরি’ সরীসৃপ ক্যাফের অবস্থান। ক্যাফের ভেতর চারপাশে রাখা কাচের বাক্সে দেখা যাবে টিকটিকি, নির্বিষ রঙিন সাপসহ বিভিন্ন সরীসৃপ। ইয়াপ বলেন, এসব সরীসৃপের সাধারণত দেশেই প্রজনন হয়।

অনেকেই শিশুদের নিয়ে ইয়াপের এই ক্যাফেতে যান। খাবার ও পানীয়ের ফরমাশ দিলে এসব প্রাণী স্পর্শ করে দেখার সুযোগ পান তাঁরা। এ ছাড়া কাচের বাক্সে রাখা সরীসৃপগুলো ঘুরে ঘুরে দেখেন অতিথিরা।

সরীসৃপের প্রতি অন্য রকম আগ্রহ ইয়াপের। সরীসৃপবিদ্যার প্রতি ঝোঁক থেকে পরিবেশবিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি। ইয়াপ বলেন, ‘মানুষ শুধু বিড়াল ও কুকুরের মতো লোমশ প্রাণীর যত্ন নিতে আগ্রহী। তাঁরা সব সময় সরীসৃপ ও সাপকে এড়িয়ে চলেন।’

এই ক্যাফে চালু করার কারণ হিসেবে ইয়াপ বলেন, ‘এর মাধ্যমে আমি জনসাধারণকে দেখাতে চাই যে সরীসৃপও কতটা আকর্ষণীয় হতে পারে। আমরা সরীসৃপ ও কম প্রিয় প্রাণীদের সম্পর্কে তাদের আরও ভালো দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারি।’

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া জীববৈচিত্র্যে সমৃদ্ধ। কিন্তু দেশটিকে অবৈধভাবে বন্য প্রাণী পাচারের একটি প্রধান উৎসও মনে করা হয়।

 
Electronic Paper