ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গরুর পেটে মিলল ৬৫ কেজি প্লাস্টিক বর্জ্য

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৫, ২০২২

গরুর পেটে মিলল ৬৫ কেজি প্লাস্টিক বর্জ্য

গরুর পেটে থেকে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য উদ্ধার করেছেন চিকিৎসকরা। এ ঘটনায় বিস্মিত চিকিৎসকরাও। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে। কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করছিল না গরুটি। এমনকি পানিও পান করতে পারছিল না। ফলে মালিক গুরুটি নিয়ে পশু হাসপাতালে যান।

 

তিনি চিকিৎসককে জানান, গরু ঠিক মতো পানি খাচ্ছে না, খাওয়া-দাওয়াও বন্ধ হয়ে গেছে। চিকিৎসকরা তখন গরুটির বেশ কয়েকটি পরীক্ষা করেন। তখনই পাকস্থলীতে অদ্ভুত কিছু জিনিস নজরে আসে চিকিৎসকদের। তার পরই তারা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচার করে গরুটির পেট থেকে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য উদ্ধার করেন চিকিৎসকরা। কীভাবে এতো প্লাস্টিক এবং ধাতব বর্জ্য পাকস্থলিতে জমে থাকার পর গরুটি বেঁচে ছিল তা ভেবেই বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা।

এক সংবাদমাধ্যমকে চিকিৎসকরা জানান, পেটের ভেতর বর্জ্যগুলি দলা পাকানো অবস্থায় ছিল। একটা বড় মণ্ড তৈরি হয়েছিল পাকস্থলীর ভেতর। আর সেগুলোর বিষক্রিয়ায় গরুর শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। আর কিছু দিন এই অবস্থায় থাকলে মৃত্যুও হতে পারত গরুটির।

রাস্তায় খাবারের খোঁজে বেরিয়ে অনেক সময় গরু প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্যও খেয়ে ফেলে। পরমেশ্বরমের গরুটিও রাস্তা থেকে এই বর্জ্য খেয়েছিলো বলেই মনে করছেন চিকিৎসকরা। সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 
Electronic Paper