ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু

সিলেট প্রতিনিধি
🕐 ৩:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হয়েছে। ইতোমধ্যে মঞ্চে এসেছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও মঞ্চে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক ছাত্রনেতা সুলতান মো মুনসুর প্রমুখ।

বুধবার দুপুর ২টায় সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জনসভা শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়। পরে গীতাপাঠ করা হয়।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি রয়েছেন ড. কামাল হোসেন। প্রধান বক্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

শুরুতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইযুম জালালী পঙ্কী, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান।

‘অবাদ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি আদায়’ এর লক্ষ্যে এ জনসভার আয়োজন করেছে সিলেট জাতীয় ঐক্যফ্রন্ট।

মাঠের আশপাশে খালেদা জিয়া ও তারেক রহমানের বিশাল আকৃতির ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে। নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি চান। চান গুম হওয়া নেতা ইলিয়াস আলীন সন্ধান। তবে জনসভার একটু বাইরে ঐক্যফ্রন্টেরও অনেক ব্যানার ফেস্টুন দেখা যাচ্ছে।

 
Electronic Paper