ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মঞ্চ প্রস্তুত, নেতাকর্মীদে আসতে পুলিশি বাধার অভিযোগ

সিলেট প্রতিনিধি
🕐 ১২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮

সিলেট নগরীর রেজিস্ট্রারী মাঠ প্রস্তত। জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ সিলেট নগরীতে অনুষ্ঠিত হবে। বেলা ২টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এক জন, দু'জন করে নেতাকর্মী মাঠে আসতে শুরু করেছেন। জনসভার প্রবেশমুখে পুলিশের অবস্থান রয়েছে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পুলিশ সমাবেশে আসতে বাধা দিচ্ছে। এছাড়া মঙ্গলবার রাতে পুলিশ বিএনপির নেতাকর্মীদের আতঙ্কে রেখেছে। কোনো ধরনের মামলা কিংবা ওয়ারেন্ট ছাড়াই গণগ্রেফতার চালিয়েছে।

সিলেট জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল বলেন, পুলিশ নেতাকর্মীদের হয়রানি করছে। অনেককে সমাবেশে যোগ দিতে বাধা দিচ্ছে। এ ধরনের বাধা দিয়ে গণজোয়ার ঠেকানো যাবে না।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, মঙ্গলবার রাতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসার সামনে থেকে মহানগর বিএনপি'র সাবেক সভাপতিসহ বেশ ক 'জনকে আটক করে পুলিশ।

এর আগে উপ-শহরের রোজভিউ হোটেলের সামনে থেকে জেলা ও মহানগর ছাত্রদলের ৬ নেতাকর্মীকে আটক করা হয়। এছাড়া মহানগর ও জেলাজুড়ে পুলিশ নেতাকর্মীদের আটক করতে অভিযানের নামে হয়রানি করছে।

এদিকে মহাসমাবেশকে সামনে রেখে সিলেট নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে। এছাড়া নগরীর মোড়ে মোড়েও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা।

তিনি সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

এদিকে ভোরে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। দীর্ঘদিন পর জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে সিলেটে সমাবেশ করছে বিএনপি। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। একের পর এক মামলায় পলাতক থাকা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা প্রকাশ্যে এসেছেন।

ইতোমধ্যে অধিকাংশ মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে জামিনে থাকা নেতৃবৃন্দের মধ্যেও ঐক্যফ্রন্টের সমাবেশ প্রত্যাশার ডালা মেলেছে। বিএনপির নেতাকর্মীরা সমাবেশ থেকে আগামীর দিক-নির্দেশনা প্রত্যাশা করছেন।

ঐক্যফ্রন্টের স্থানীয় নেতারা জানান, এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 
Electronic Paper