ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাতছড়ি জাতীয় উদ্যানে ১৫ মর্টার সেলসহ মিলল বিপুল অস্ত্র

হবিগঞ্জ প্রতিনিধি
🕐 ৩:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

সাতছড়ি জাতীয় উদ্যানে ১৫ মর্টার সেলসহ মিলল বিপুল অস্ত্র

হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে ১৫টি মর্টার সেল ও চার বক্স গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

 

সোমবার বিকেলে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৬ ডিসেম্বর) রাত ৩টা থেকে জাতীয় উদ্যানের ভেতরে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, রোববার রাতে সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় ১৫টি মর্টার সেল ও ৪ বক্স গুলি উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, উদ্ধার অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৬ দফায় অভিযান চালিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান এবং প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

সর্বশেষ গত ১৩ আগস্ট হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।

 
Electronic Paper