ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বড়লেখা পাকহানাদার মুক্ত দিবস পালিত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
🕐 ৬:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ০৬, ২০২১

বড়লেখা পাকহানাদার মুক্ত দিবস পালিত

মৌলভীবাজারের বড়লেখা পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে।

 

এ উপলক্ষে সোমবার বিজয় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড, বড়লেখা প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। দুপুরে বিজয় র‍্যালিটি বড়লেখা পৌরশহর প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল হান্নান। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, তালিমপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক সফিউল আলম, উদীচী শিল্পী গোষ্ঠীর নাট্য সম্পাদক সালমান কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের সদস্য সচিব শুভাশিস দে শুভ্র, নবনির্বাচিত ইউপি সদস্য ছায়রা বেগম, হাজেরা বেগম ও কটাই মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান সামছুল ইসলাম রিফাত, জাফর আহমদ প্রমুখ।

 
Electronic Paper