ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নবীগঞ্জে ২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
🕐 ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২১

নবীগঞ্জে ২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মোবাইল কোর্ট। পরে কারেন্ট জাল ধ্বংস করা হয়।

 

সোমবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে কারেন্ট জাল জব্দ করেন।

জানা যায়, একদল জেলে মাছ ধরার কুশিয়ারা নদীতে কারেন্ট জাল ফেলে। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহসহকারে একদল পুলিশ কুশিয়ারা নদীর নবীগঞ্জ উপজেলার দীঘলবাক অংশে অভিযান চালিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে কারেন্টজাল ধ্বংস করা হয়।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

 
Electronic Paper