ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাখিমারা হাওরে নৌকা বাইচে প্রাণের মেলা

শহীদনূর আহমেদ, সুনামগঞ্জ
🕐 ১১:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১

পাখিমারা হাওরে নৌকা বাইচে প্রাণের মেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও পাখিমারা হাওরে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রখর রোদের মধ্যেই নৌকাবাইচ উপভোগ করেন দর্শকরা। বাইচে ১৬টি নৌকা প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

তিনি বলেন, আবহমানকাল থেকেই গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। মানুষ বর্ষাকালে এ উৎসব উপভোগ করে। সরকারি পৃষ্ঠপোষকতায় আগামীতে এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হবে। গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে গ্রামবাসীর এ আয়োজনকে স্বাগত জানান মন্ত্রী।

বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল ইমরান রুহুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, শান্তিগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফারুক আহমদ, ইউএনও আনোয়ার উজ জামান, ওসি কাজী মোক্তাদির হোসেন, জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, প্রভাষক নূর হোসেন প্রমুখ। বাইচে বিজয়ী দরগাপাশা নৌকা ও জগন্নাথপুরের নৌকাকে স্বর্ণের নৌকা পুরস্কার প্রদান করা হয়।

 
Electronic Paper