ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মৌলভীবাজারে জমিসহ ঘর পাচ্ছে ১১৫১ পরিবার

মৌলভীবাজার প্রতিনিধি
🕐 ৪:৫৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১

মৌলভীবাজারে জমিসহ ঘর পাচ্ছে ১১৫১ পরিবার

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ প্রদান কাযক্রমের ২য় পর্যায়ে মৌলভীবাজার জেলায় ১১৫১টি পরিবার জমিসহ ঘর পাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে ইতোমধ্যে নির্মিত ৬৫৭টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রম আগামী ২০ জুন মৌলভীবাজারের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

 

শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এক সংবাদ সম্মেলনে এসব জানান।

এ সময় তিনি আরও জানান, ২য় পর্যায়ে ৬৫৭টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। অন্যগুলোর কাজ চলমান রয়েছে। এই জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন। মৌলভীবাজারে এই প্রকল্পের বিশেষ দিক হলো শ্রীমঙ্গলে মাইজদিহি এলাকায় সবুজ প্রকৃতির মাঝে ৩০০ পরিবার জমিসহ ঘর পাচ্ছে। সেখানে অতিরিক্ত সুবিধা হিসেবে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মন্দির, রাস্থা, ইন্টারনেট সংযোগ থাকবে। আর পাশে রয়েছে কমিউনিটি ক্লিনিক।

এর আগে প্রথম পর্যায়ে জেলায় ১১২৬টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মলিকা দে, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্তসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

 
Electronic Paper