ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার

সুনামগঞ্জ প্রতিনিধি
🕐 ৩:১৫ অপরাহ্ণ, অক্টোবর ০৬, ২০১৮

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ১নং ওয়ার্ডে সোনাপুর বেদে পল্লীতে একটি সাঁকো রয়েছে। প্রতিদিন এ সাঁকোর ওপর দিয়ে ৫ গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু ঝুঁকি নিয়ে যাতায়াত করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।

স্থানীয়রা বেদে পল্লীর এ সাঁকোর খালে মাটি ভরাট করে সড়ক নির্মাণ অথবা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। প্রতিদিন সোনাপুর, বেদেপল্লী, মনিপুরহাটী, লালপুর ও ভাদেরটেক গ্রামের মানুষ এ সাঁকো দিয়ে যাতায়াত করে থাকেন।

এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন, জনি মিয়া, হাবিবুল ইসলাম, মিঠুন মিয়াসহ আরও অনেকে জানান, এ খালের ওপর দিয়ে যাতায়াত করতে সাঁকো ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। তাই সাঁকোর পরিবর্তে এখানে সেতু নির্মাণ হলে মানুষকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো না। প্রায়ই যাতায়াতকারীরা এখানে দুর্ঘটনায় কবলিত হন। সোনাপুর বেদে পল্লী ও আশপাশ এলাকায় রয়েছে একাধিক প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ। আর তাই প্রতিদিন ব্যবসায়ী, শিক্ষার্থী, মসজিদের মুসল্লিসহ নানা শ্রেণি-পেশার মানুষজন এ সাঁকো দিয়ে যাতায়াত করে থাকেন।

রোগীদের হাসপাতালে বা চিকিৎসালয়ে নিয়ে আসতে স্থানীয় বাসিন্দারা পড়েন চরম ভোগান্তিতে। তাই খালের ওপর সেতু নির্মাণ বা মাটি ভরাট করে সড়ক নির্মাণের দাবি জানান তারা। এলাকার বাসিন্দা হাজি আকুল আলী বলেন, আমাদের এলাকার কয়েকটি গ্রামের মানুষের ভোগান্তি কমাতে খালের ওপর সেতু বা সড়ক নির্মাণের দাবি জানাই।

গৌরারং ইউপি সদস্য মমিন মিয়া বলেন, ‘সোনাপুর বেদে পল্লীর ঈদগাহের পাশে খালের ওপর সেতু বা খালে মাটি ভরাট করে যদি সড়ক নির্মাণ করা হয়, তবে এলাকার মানুষ সহজে যাতায়াত করতে পারবেন।’

 
Electronic Paper