ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিলেটে হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন

সিলেট ব্যুরো
🕐 ৫:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ০৩, ২০১৮

সিলেটের জকিগঞ্জে ১১ বছর আগে সংঘটিত এমদাদুর রহমান হত্যাকাণ্ডে ঘটনায় দায়েরকৃত মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন জকিগঞ্জের অজরগ্রামের তাজ আহমদ, ইছাপুরের শুকুর, সুলতানপুরের খলু, ইছাপুরের উছন ও আব্দুর রশিদ। তন্মধ্যে আব্দুর রশিদ পলাতক রয়েছেন। মামলায় অন্য দুই অভিযুক্ত অজরগ্রামের মাহতাব ও ইছাপুরের কালা মিয়া মৃত্যুবরণ করায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী এডিশনাল পিপি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৪ মার্চ সকাল ৮টার দিকে এমদাদুর রহমানকে (৩৫) কুশিয়ারা নদীতে ফেলে পাথর নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই জকিগঞ্জের লালোপাড়া গ্রামের লুৎফুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ২০০৮ সালের ১৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। দীর্ঘ শুনানি শেষে আজ রায় প্রদান করা হয়।

 
Electronic Paper