ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মৌলভীবাজারে করোনা-ডেঙ্গু বিষয়ে কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি
🕐 ৪:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ০৫, ২০২১

মৌলভীবাজারে করোনা-ডেঙ্গু বিষয়ে কর্মশালা

মৌলভীবাজারে করোনা ভাইরাস ও ডেঙ্গু বিষয়ে সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে (৫ জানুয়ারী) সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে কর্মশালা উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ।

সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে কর্মশালার সমাপনীতে বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মাছরাঙা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, ইটিভি প্রতিনিধি বিকুল চক্রবর্তী।

কর্মশালায় ডা. বিনেন্দু ভৌমিক ও ডা. ফাতেমাতুজ জোহরা করোনা ভাইরাস ও ডেঙ্গু বিষয়ে সচেতনতা মূলক প্রতিবেদন উপস্থাপন করেন।

সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক পরিধান, শারিরিক দূরত্ব বজায় এবং ডেঙ্গু প্রতিরোধে দিনের বেলায় ঘরে ঘুমাতে গেলে মশারি ব‍্যবহার এবং বাড়ীর আঙ্গিনা- ছাঁদে জল জমতে না দেয়াসহ প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জনগণকে সচেতন করতে গনমাধ্যম কর্মিদের সহযোগীতা চান তিনি।

 
Electronic Paper