ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৩৯ বছরে বর্ধিত হয়নি শ্রীমঙ্গল পৌরসভা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
🕐 ৯:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা ১৯৩৫ সালে ২ দশমিক ৫৮ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে প্রতিষ্ঠিত হয়। সর্বশেষ পৌরসভাটি ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি ‘খ’ শ্রেণী থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়। ১৯৮১ সালে বর্ধিত এলাকা নিয়ে নির্বাচনের গেজেট প্রকাশিত হলেও দীর্ঘ ৩৯ বছরেও তা বাস্তবায়ন হয়নি।

গেজেট বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার চৌমুহনা চত্বরে শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরণ ও নির্বাচন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। 

কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আছকির মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ আলী, আবু সহিদ আব্দুল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সর্বশেষ ২০১১ সালের ১৮ জানুয়ারি পৌরসভার নির্বাচন হয়েছিল। কিন্তু বর্ধিত এলাকা নিয়ে নির্বাচন করার উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সীমানা জটিলতার অজুহাত দেখিয়ে মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় পাঁচ বছর অতিক্রান্ত হলেও পৌরসভার নির্বাচন না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় তারা অবিলম্বে প্রসাশক নিয়োগ করে বর্ধিত এলাকা নিয়ে নির্বাচনের দাবি জানান।

 
Electronic Paper