ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঝুঁকিপূর্ণ নবীগঞ্জ ফায়ার সার্ভিস ভবন

কাজল সরকার, হবিগঞ্জ
🕐 ৫:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮

দুর্যোগ আর দুর্ঘটনায় সেবার হাত বাড়িয়ে যারা মানুষের পাশে দাঁড়ান, তারাই আছেন ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিতে। হবিগঞ্জের নবীগঞ্জ ফায়ার সার্ভিস সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ৮নং সদর ইউনিয়নের রাজনপুর হাওরের মধ্যেখানে প্রাচির হয়ে দ্বাড়িয়ে আছে নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশন ভবনটি। ভবনটিতে প্রধান ফটকের প্রধান গেইটটি হেলে দুলে। ধাক্কা দিলে এক পাশ থেকে অন্য পাশে ছিটকে পরে যায়। ভবনের মূল অংশে সামনের বড় সব কয়টি পিলালের নিছুটা বড় বড় ফাটল, ভিতরের গাড়ি রাখার জায়গা টুকু প্রায় এক ফুট দেবে গেছে। নেই কোন নামাজের স্থান পানির পাম্প রুমে নামাজের স্থান। ভবনের বৈদ্যুতিক লাইনের বিশাল সমস্যা। ভবনের নেই কোন দরজা জানালা। যা আছে সব টুকু ভেঙে পরে আছে। বৃষ্টি হলে পুরু ভবনে ভিতরে পানি জমে থাকে। ভবনের চার পাশে কয়েক শতাধিক ছোট বড় ফাটল এবং ৩য় তলায় অফিসার থাকার কোয়াটারের অবস্থা আরো নাজুক। মানুষ থাকবে দুরে কথা গরুর গোয়াল ঘরও এর চেয়ে অনেক ভাল।
নবীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ২০১৩ সালে প্রতিষ্ঠিত নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশন ভবন। পদ সংখ্যা ১৪ জন কর্মরত রয়েছেন ১২ জন। নেই গাড়ীর ডাইভার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার। নবীগঞ্জ ফায়ার স্টেশনের পুরো ভবন জুড়েই সৃষ্টি হয়েছে ভয়াবহ ফাটল। ফাটল ছাড়াও খসে পড়েছে মেঝে ও উপরের ছাদের প্লষ্টার। এখানে সেখানে প্লষ্টার খসে পড়ার ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। একই অবস্থা এই ফায়ার স্টেশনের কর্মীদের ব্যারাকেও। এমন পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন কাটাতে হচ্ছে এখানকার কর্মীদের। এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশন লিডার মো. মফর আলী জানান, আমরা নিজেরা সাধারণ মানুষের জানমালের নিরাপ দিয়ে থাকি। কিন্তু আমাদের থাকতে হয় ঝুঁকিপূর্ণ ভবনে। এই ভবন সংস্কারের জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগকে বার বার তাগাদা দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে এখানে ১২ জন কর্মী রয়েছেন।

 
Electronic Paper