ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাঁধ ভেঙে বিচ্ছিন্ন ১১ গ্রাম

শহীদনূর আহমেদ, সুনামগঞ্জ
🕐 ২:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নতুন পৈন্দা-ভৈষবেড়ের বেড়িবাঁধ। পানির স্রোতে বাঁধের প্রায় ৩০০ মিটার ভেঙে সুরমা নদীর সঙ্গে একাকার হয়ে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ইউনিয়নের ১১টি গ্রামের কয়েক হাজার মানুষ।

উজান থেকে নেমে আসা বালি আর পলিতে চর পড়েছে ফসলি জমিতে। গুরুত্বপূর্ণ এ বাঁধটি দ্রুত পুননির্মাণ না করলে ডাউকার হাওরের অন্তত দুই হাজার হেক্টর বোরো জমি ঝুঁকিতে পড়বে বলে জানিয়েছেন এলাকাবাসী। 

নতুন পৈন্দা গ্রামের বাসিন্দা আলমগীর আলম বলেন, নতুন পৈন্দা-বৈষভেড় বাঁধটি নির্মাণ হওয়ায় গত দুই বছর নিরাপদে ফসল ঘরে তুলতে পেরেছেন কৃষক। বাঁধের উপর দিয়ে এলকাবাসী নির্বিঘেœ যাতায়াত করেছেন। বন্যায় বাঁধটি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।

জেলা প্রশাসক মোহাম্মদ আহাদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদনটি পাঠিয়েছি। তবে এখনও আবেদন পাননি বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান।

 
Electronic Paper