ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিলেটে এক লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য

দিপু সিদ্দিকী, সিলেট
🕐 ৯:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮

এবারের ঈদুল আজহায় সিলেটে এক লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয় করলে টাকার হিসেবে তা দাঁড়ায় ৪০ কোটির মতো। তবে অতীতের অভিজ্ঞতা থেকে লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে সন্দিহান চামড়া ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা সিলেট এবারো কোরবানির পশুর চামড়া ‘গায়েব’ হতে পারে।

ব্যবসায়ীরা জানান, শুধুমাত্র সিলেটে ২০১৬ সালে ৬০ হাজার এবং গেল বছরে এক লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ২০১৬ সালে ২০ হাজার পিস কম এবং গত বছরে ৩০ হাজার পিস চামড়া কম সংগ্রহ হয়েছে। তাদের মতে, এই বিশাল পরিমাণের চামড়া কোথায় ‘গায়েব’ হয়েছে এর কোনো হদিস নেই। সিলেট শাহজালাল চামড়া ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি সূত্র জানায়, প্রতি বছর শুধু সিলেট জেলা থেকে লক্ষাধিক চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নামে তারা। এ বছরও একইভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন তারা। শুধু সিলেট জেলা থেকে এক লাখ পিসের অধিক চামড়া সংগ্রহ করতে চায় সংগঠনটি। তবে সীমান্তবর্তী জেলা হওয়ায় প্রতি বছরই প্রচুর সংখ্যক চামড়া ভারতে পাচার হয়ে যায় বলে ধারণা তাদের।

 
Electronic Paper