ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিলেটে করোনায় ২৪ ঘন্টায় ৬ মৃত্যু

সিলেট প্রতিনিধি
🕐 ৪:২৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে গত ২৪ ঘণ্টায় এক নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। মৃতদের ছয়জনই সিলেটের বাসিন্দা। তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের নামও রয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হলো ৫৪। তাদের মধ্যে সিলেট জেলায় ৪২ জন এবং সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে মৃত চারজন করে।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৪ জন। এসময়ের মধ্যে সুনামগঞ্জে আরও ৪২ জন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৪০৬ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৪১৩, সুনামগঞ্জে ৫৬৩, হবিগঞ্জে ২৩৯ ও মৌলভীবাজার জেলায় ১৯১ জন। হাসপাতালে ভর্তি হওয়া ২০৩ জনের মধ্যে সিলেটে ৫৭, সুনামগঞ্জে ১১৫, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৬ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৭ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ১৮৮, সুনামগঞ্জে ১১৭, হবিগঞ্জে ১৫৭ এবং মৌলভীবাজারে ৭৫ জন।

 
Electronic Paper