ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হবিগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ করোনায় আক্রান্ত ৭৬

হবিগঞ্জ প্রতিনিধি
🕐 ১:১৩ অপরাহ্ণ, মে ০৫, ২০২০

হবিগঞ্জ জেলা প্রশাসনের আরও এক নারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ সরকারি কর্মকর্তা কর্মচারীসহ ৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

সোমবার (০৪ মে) দিনগত রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেন। একইদিন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানেরও নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। সিলেট পিসিআর ল্যাব থেকে এ রিপোর্ট আসে বলে জানান ডা. মুখলিছুর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৬ জন হয়েছে। এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী ১০ জন। অন্যান্যরা নানা শ্রেণি-পেশার। এদের মধ্যে এক শিশু মারা গেছে। অন্যদিকে সুস্থ হয়েছেন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক।

 

 
Electronic Paper