ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুস্থদের খাবার দিলেন এমপি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
🕐 ১১:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ০৩, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সারা দেশের মত মৌলভীবাজারের কমলগঞ্জের বেশিরভাগ মানুষই নিজ নিজ বাড়িতে অবস্থান করছে।

এ অবস্থায় দিনমজুরদের কাজ ও খাবার সংকট দেখা দিয়েছে। তবে সিএনজি অটোরিকশা চালক ও অসহায় খেটে খাওয়া মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

গতকাল শুক্রবার বেলা ১১টায় শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী মাঠে ২০০ জন সিএনজি অটোরিকশা চালক ও রিকশা চালকের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন ড. এম এ শহীদ। পরে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নানের উদ্যোগে অসহায় খেটে খাওয়া ২০০ পরিবারে খাদ্য বিতরণ করেন সাংসদ আব্দুস শহীদ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা আব্দুল মালিকসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 
Electronic Paper