ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হবিগঞ্জে চা শ্রমিকদের মানবেতর জীবন, ত্রাণ দিলেন এসপি

হবিগঞ্জ প্রতিনিধি
🕐 ১০:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ০২, ২০২০

হবিগঞ্জে ২৫ দিন ধরে বন্ধ রয়েছে সীমান্তবর্তী রেমা চা বাগান। বেকার হয়ে পড়েছে হাজারও শ্রমিক পরিবার। কখনও খেয়ে, আবার কখনও না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। এর মাঝে এসে ঝেপে বসেছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এমন পরিস্থিতিতে চা শ্রমিকদের জন্য ত্রাণ নিয়ে হাজির হয়েছেন পুলিশ সুপার। আর এতে আপ্লুত হয়ে উঠে শ্রমিকরা।

গত ৬ মার্চ একটি খেলার মাঠের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠে জেলার চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী রেমা চা বাগানের শ্রমিকরা। এক পর্যায়ে তারা হামলা চালায় বাগানের ম্যানেজারের উপর। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ভাংচুর করে বাগানের বাংলোসহ অফিস কক্ষ।

এরপরই বাগানের সব কার্যক্রম বন্ধ করে চলে যান ম্যানেজারসহ কর্মকর্তারা। বেকার হয়ে পড়ে বাগানের শ্রমিকরাও। এরই মাঝে আবার ঝেপে বসেছে করোনা ভাইরাস।

এমন পরিস্থিতিতে শ্রমিকরা মানবেতন জীবনযাপন করছে। আর শ্রমিকদের মানবেতর জীবনযাপনের খবর পেয়ে সেখানে ত্রাণ নিয়ে হাজির হন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। ২শ’ পরিবারের প্রত্যেককে ১০ চাল এবং ১ কেজি ডাল দেন।

ত্রাণ পেয়ে আনন্দের শেষ নেই শ্রমিকদের। অনেকেই শ্রদ্ধা ভক্তিতে প্রণাম করেন মানবতাবাদি এ পুলিশ সুপারকে।

 
Electronic Paper