ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাথর কোয়ারি সচলের দাবিতে সমাবেশ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
🕐 ৮:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি সচলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে স্থানীয় মামার বাজার পয়েন্টে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘কাজ চাই ভাত চাই, পাথর কোয়ারি সচল চাই।’ সবার দাবি একটাই অচল পাথর কোয়ারি সচল চাই।’ ‘শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ।’ ‘লাখো মানুষের প্রাণের দাবি পাথর কোয়ারি খুলে দাও, দিতে হবে।’পাথর কোয়ারি খুলে দেওয়ার এমন সব নানা দাবি নিয়ে বিভিন্ন স্লোগানে সকাল থেকেই মুখর হয়ে উঠে জাফলংয়ের মামার বাজার এলাকা। প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মামার বাজার এলাকায় জড়ো হয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সমাবেশে সভাপতিত্ব করেন জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন ও সরবরাহকারী শ্রমিক বহুমুখি সমবায় সমিতির সভাপতি আব্দুস শহিদ।

যুবলীগ নেতা নাজমুল হোসাইন নাজিমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির সভাপতি সৈয়দ মুকসেদ আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সিলেট জেলা কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক মো. আলী, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সামসুল আলম, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মিনহাজুর রহমান প্রমুখ।

 
Electronic Paper