ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বর্জ্য অপসারণে বালতি বিতরণ সিসিকের

সিলেট ব্যুরো
🕐 ৯:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

দ্রুততম সময়ে বর্জ্য সংগ্রহ ও অপসারণের লক্ষ্যে বাসা-বাড়িতে দুটি বালতি ও একটি ব্যাগ বিতরণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মঙ্গলবার নগরের ১৮ নম্বর ওয়ার্ডের ছয়শ’ বাসায় এসব বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দেওয়া শুরু হয়েছে। এদিন এ কার্যক্রম উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জল, মেয়রপত্নী সামা হক চৌধুরী, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, বর্জ্য ব্যবস্থাপনা শাখার প্রধান মো. হানিফুর রহমান।

সিসিক মেয়র বলেন, সিলেট নগরী পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ এ পরীক্ষামূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করতে নতুন এ প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে।

মেয়র বলেন, দ্রুততম সময়ের মধ্যে বাসা-বাড়িতে উৎপাদিত বর্জ্য সংগ্রহ করা এবং সংগৃহিত বর্জ্য ডাম্পিং গ্রাউন্ডে সরিয়ে নিতে বাড়ি বাড়ি আলাদা আলাদা বর্জ্য সংগ্রাহক সরঞ্জাম দেওয়া হচ্ছে। পরীক্ষামূলক এ প্রকল্পে সুফল পাওয়া গেলে পরবর্তীকালে পুরো নগরীতে এর বাস্তবায়ন করা হবে।

সিসিকের প্রশাসনিক কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার প্রধান মো. হানিফুর রহমান বলেন, আগামী তিন দিনের মধ্যে সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের ৬শ’ বাসা বাড়িতে পরীক্ষামূলক এ প্রকল্পের বর্জ্য সংগ্রাহক সরঞ্জাম দেওয়া হবে।

 
Electronic Paper