ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
🕐 ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রুস্তুমপুর ইউনিয়নে পীরের বাজার গোজারকান্দি সড়কে শিংকুড়ী খালের ওপর সংযোগ সেতুর অভাবে বিপাকে দুই উপজেলার পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ। তবে শুষ্ক মৌসুমে যাতায়াতের সুবিধার্থে গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে খালের ওপর বাঁশ দিয়ে তৈরি করছেন সাঁকো।

সরেজমিন দেখা যায়, সেতুর অভাবে গোয়াইনঘাট উপজেলার কয়েক হাজার মানুষ দুর্ভোগে আছেন।

গোয়াইনঘাট উপজেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাসেন্দ্র চন্দ্র বলেন, স্থানীয় সংসদ সদস্যের চাহিদার ভিত্তিতে শিংকুড়ি খালের ওপর সংযোগ সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান এবং এলজিইডির প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। চলতি বছরেই সেতুটি নির্মাণ করা হবে বলে স্থানীয় প্রশাসন আমাকে জানিয়েছে।

 
Electronic Paper