ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মালগাড়ি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
🕐 ১:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

মৌলভীবাজারে একটি ফ্রেইট ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার কুলাউড়া রেল সেকশনের বরমচাল স্টেশনের আউটারে আজ রবিবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্র গণমাধ্যমকে জানায়, ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি থেকে ছেড়ে যাওয়া তারাকান্দা বিসি স্পেশাল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছামাত্র একটি কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় এই রুটে ট্রেন চলাচল।

সূত্র আরো জানায়, দুর্ঘটনার ফলে ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচল করা দুটি ট্রেন আটকা পড়েছে। সকাল ১০টায় চট্টগ্রামের উদ্দেশে সিলেট ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও স্টেশনে এবং ঢাকা থেকে ভোর ৬টা ৪০ মিনিটে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের শমসের নগরে আটকা পড়েছে।

দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কুলাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

 
Electronic Paper