ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দ্বন্দ্ব বাড়ছে ২০ দলের তিন নেতার মধ্যে

সিলেট ব্যুরো
🕐 ১০:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন ২০ দলীয় জোটের তিন নেতা। এ তিন প্রার্থী এখন প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন।  মেয়র প্রার্থীদের মধ্যে বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে টানাপড়েনে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। এছাড়া ২০ দলীয় জোটের প্রার্থী দাবি করে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী প্রচারণা চালালেও জামায়াত তা মানতে নারাজ।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান উৎসবের আমেজে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কামরান বলেন, ২০ দলীয় জোটের প্রার্থীদের দ্বন্দ্বের কারণে আমরা নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কার মধ্যে আছি। নির্বাচন কমিশন এবং প্রশাসন যেন সে দিকে নজর রাখেন।
এদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী, বহিষ্কৃত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম অভিযোগ করেন, তার পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া কর্মীদের বিএনপি প্রার্থীর লোকজন হুমকি দিচ্ছেন। প্রচারণার ছবি দেখে চিহ্নিত করে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ভয়ে কর্মীরা বাইরে বেরোতে পারছে না।
বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী নিজেকে ২০ দলীয় জোটের প্রার্থী পরিচয়ে নগরীতে প্রচারণা চালালেও তা মানতে নারাজ জোটের অন্যতম শরীক জামায়াত। সিসিক নির্বাচনে মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, সিলেটে জোটের কোনো প্রার্থী নেই। তার দল ও কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করছেন।
বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি গণসংযোগে ব্যস্ত থাকায় বক্তব্য পাওয়া যায়নি। তবে গত মঙ্গলবার তিনি গণসংযোগকালে বলেন, সিলেটবাসীর খেদমত করতে গিয়ে যদি আমার জীবনও উৎসর্গ করতে হয়, আমি করব। হয় মরব, না হয় বাঁচব।
সিসিক নির্বাচনের তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার শাহা বলেন, নির্বাচনে সব ধরনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। ৯ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম নগরীতে কাজ করে যাচ্ছে। এছাড়া নির্বাচন কমিশনে জমাপড়া ৫টি অভিযোগ সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়েছে।
আগামী ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়রপদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 
Electronic Paper