ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার
🕐 ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার বিকেল ৪টায় উপজেলার বরমচাল স্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের একটি খালি বগি লাইনচ্যুত হয়। বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে ২ ঘণ্টা সময় লাগবে বলে রেলওয়ে ট্রাফিক পরিদর্শক (টিআইসি) কন্ট্রোল মো. আতাউর রহমান নিশ্চিত করেন।
বরমচাল স্টেশন মাস্টার জানান, বরমচাল থেকে তেলবাহী একটি ট্রেন কুলাউড়ার উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পর সিংগুর নামক এলাকায় গার্ডব্রেকের সামনের একটি খালি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগিটি দুর্ঘটনাস্থলে ফেলে তেলবাহী ট্রেন কুলাউড়া স্টেশনে আসে। এরপর কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে যায়।
কুলাউড়া স্টেশন মাস্টার মফিজুল ইসলাম জানান, ঘণ্টা দুয়েকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে বর্তমানে ঢাকাগামী আন্তঃনগর পারাবত মাইজগাঁও স্টেশনে এবং সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে আটকা পড়েছে। চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকাজ চলছে।

 
Electronic Paper