ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুনামগঞ্জ পৌরসভায় শুরু হচ্ছে কর্মযজ্ঞ

সুনামগঞ্জ প্রতিনিধি
🕐 ১২:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন রাস্তার সংস্কার, রাস্তা পাকাকরণ, রাস্তা প্রসস্থকরণ, বক্স কালভার্ট, ঘাট উন্নয়ন, ড্রেনের উন্নয়ন, অবকাঠামোর উন্নয়ন, বিভিন্ন পয়েন্টের সৌন্দর্য্য বৃদ্ধিকরণসহ নানা উন্নয়ন বাস্তবায়নে শুরু হচ্ছে ব্যাপক কর্মযজ্ঞ। নাগরিকদের চাহিদা ও উন্নয়নে পিচিয়ে থাকা এলাকাকে প্রাধান্য দিয়ে ৩ ধাপে বাস্তবায়িত হবে প্রায় ২৭ কোটি টাকার কাজ।

চলতি বছরের মধ্যেই ৬৭টি প্রকল্প তিনটি টেন্ডার প্রক্রিয়া মাধ্যমে সম্পন্ন হবে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। এছাড়াও নগর উন্নয়নে মেগা প্রকল্পের আওতায় দরপত্র আহ্বানের অপেক্ষায় রয়েছে ৩৫ কোটি টাকার কাজ বলে জানিয়েছেন পৌর মেয়র নাদের বখত। পৌরসভার চলমান বিভিন্ন প্রকল্প ও নগর উন্নয়নে সরকারের বিশেষ বরাদ্দে এই সকল উন্নয়ন শিঘ্রই বাস্তবায়ন হবে বলে জানান মেয়র। এতে পৌরভার আধুনিকায়নের সাথে সাথে পৌরবাসী জীবনযাত্রার মানন্নোয়ন হবে বলে মনে করেন তিনি।

পৌরসভা সূত্র জানা যায়, ২০১৯-২০২০ অর্থ বছরের এডিপি এর আওতায় ২২টি প্রকল্পের মাধ্যমে ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার, আরসিসি, সিসি ঢালাই ও ড্রেন উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন হবে। এই প্রকল্পগুলো ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন। এলজিইডির আওতায় সুনামগঞ্জ পৌরসভার মান উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ প্রকল্পে ১৮ কোটি ৮৭ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে ২৭টি কাজ। যা সংশ্লিষ্ট দপ্তর থেকে বরাদ্দ অনুমোদন হয়ে প্রাক্কলন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ১ মাস সময়ের মধ্যে এই প্রকল্পগুলোর টেন্ডার সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ৬ কোটি ৬৮ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে ১৮টি প্রকল্প গ্রহণ করা হবে। আগামী ১০ ডিসেম্বর এই প্রকল্পগুলোর দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। এছাড়াও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশে মেগা প্রকল্পের আওতায় আরো ৩ কোটি টাকা বরাদ্দ ছাড়ের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত বলেন, পৌরসভায় ব্যাপক কর্মযজ্ঞ দৃশমান। বিভিন্ন রাস্তার সংস্কার, আরসিসি ডালাই, ড্রেন স্থাপন ও উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণ, রাস্তা প্রসস্থকরণ, দৃষ্টিনন্দন শাপলা চত্ত্বর নির্মাণ, পানি সমস্যা সমাধানে সাবমারজেবল টিউবওয়েল স্থাপন ও পানি শোধনাগার তৈরিসহ পৌরসভার জীবনযাত্রার মানন্নোয়নে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। কোটি কোটি টাকার কাজ চলমান রয়েছে। যার ফলে আগামীতে শহরবাসী একটি আধুনিক শহরের স্বাদ গ্রহণ করতে পারবেন বলে মনে করেন তিনি।

পৌরসভার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মেয়র নাদের বখত বলেন, ভোটমুখী নয় উন্নয়নমুখী হয়ে সুষম বণ্টনের মাধ্যমে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নেয়া হয়েছে। চলতি বছরে প্রায় ১০ কোটি টাকার কাজ বাস্তবায়ন হয়েছে। আগামী ১ মাসের মধ্যে প্রায় ২৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্প টেন্ডার প্রক্রিয়া শেষে শিঘ্রই শুরু হবে। মেগা প্রকল্পের আওতায় পরিকল্পনা মন্ত্রীর সুপারিশে আরো ৩৫ কোটি টাকা অর্থ ছাড়ের অপেক্ষায় রয়েছে। উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে নগর বাসীর চাহিদা ও উন্নয়নে পিছিয়ে থাকা এলাকা প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

 

 
Electronic Paper