ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাল্টাপাল্টি অভিযোগ

সিলেট ব্যুরো
🕐 ১০:৪০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে চলছে জমজমাট প্রচারণা। পাশা-পাশি আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগও পড়ছে নির্বাচন কমিশনে। মেয়র পদে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের অনুসারীরা একে-অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করছেন নির্বাচন কমিশনে। পাশাপাশি নির্বাচনী পথসভা ও গণসংযোগেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিষোদগার করা হচ্ছে।

সিসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। তিনি শুক্রবার আঞ্চলিক নির্বাচন কমিশনার বরাবরে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের প্রমাণ নিয়ে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা ১০ জুলাই শুরু হয়েছে। স্থানীয় সরকার ও সিটি করপোরেশন আইন অনুযায়ী একজন মেয়রপ্রার্থী তার মাইকিং করার জন্য শুধু একটি চোঙ্গার মাইক ব্যবহার করতে পারবেন। কিন্তু বিএনপি প্রার্থী একটি মাইকের পরিবর্তে তার নির্বাচনী প্রচারণার সিএনজি অটোরিকশাতে একটি মাইকের পরিবর্তে দুটি মাইক ব্যবহার করছেন।
এদিকে স্বতন্ত্র প্রার্থী, সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের পক্ষ থেকে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া জুবায়েরের প্রচারণায় নিয়োজিত কর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
জুবায়েরের অভিযোগ সম্পর্কে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আমরা কাউকে হুমকি-ধমকি দেইনি। এর আগের নির্বাচনেও আচরণবিধি লঙ্ঘন ও কাউকে হুমকি দেওয়ার ঘটনা আমাদের নেই। এসব অভিযোগ মিথ্যা বানোয়াট।
প্রচারণায় নামছেন ইলিয়াসপত্মী
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাইতে প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। দু’একদিনের মধ্যে তিনি বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচার কাজে যোগ দেবেন বলে জানা গেছে।
সিলেটবাসী আমার সঙ্গে : আরিফ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনসেবাকে ইবাদত হিসেবে জীবনের সঙ্গে সম্পৃক্ত করে নিয়েছি। সিলেটবাসীর দেওয়া আমানত রক্ষা করতে বিগত দিনে নগরীর উন্নয়নে কাজ করেছি। কিন্তু সিলেটবাসী অবগত আছেন, আমাকে নির্বাচিত করার পর থেকে বিগত ৫ বছর আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রের নীলনকশা এখনো অব্যাহত আছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই আমাকে নগরবাসীর কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি-পারবে না। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, কারণ সিলেটবাসী আমার সঙ্গে আছেন। গতকাল তিনি মহানগরীর কুয়ারপাড় পয়েন্ট, খুলিয়াটুলা শেখঘাট পয়েন্ট এলাকায় জনসংযোগকালে একথা বলেন।
ভালোবাসার প্রতিদান দিতে প্রস্তুত : কামরান
আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সিলেটকে একটি ‘আধুনিক নগরী’ হিসেবে গড়ে তুলতে মানুষ আজ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। যেদিকেই যাচ্ছি মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছি। জনগণের ভালোবাসার প্রতিদান দিতে আমি প্রস্তুত রয়েছি। গতকাল সকালে সিলেট নগরীর সোবহানীঘাটে হজরত শাহজালাল দারুছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার জুমার নামাজের পর মুসল্লিদের সঙ্গে গণসংযোগকালে একথা বলেন তিনি। এদিকে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খানসহ মেয়রপ্রার্থীরা গতকাল সিলেটে প্রচারণা চালিয়েছেন।

 
Electronic Paper