ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চকলেট আপা খাইরুন নেছা

সুনামগঞ্জ প্রতিনিধি
🕐 ৯:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯

পেশায় মহিলা মেম্বার। কিন্তু এলাকায় তার পরিচিতি চকলেট আপা নামে। কারণ তার জীবনের ব্রত একটাই, যতদিন বাঁচবেন ততদিন চকলেট বিলি করে যাবেন। সেই সুবাদে গ্রামে গেলে রাস্তায় দেখলেই শিশুরা তাকে জড়িয়ে ধরে। তখন শিশুদের চকলেট বিলি করেন তিনি।

খাইরুন নেছা বলেন, আমি ১৯ বছর ধরে চকলেট বিলি করে আসছি। আমি উপজেলার সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, কর্মচারী এমনকি মন্ত্রীর কাছেও চকলেট বিলি করে বেড়াই।

গত উপজেলা নির্বাচনে আমি ৭০ হাজার টাকার চকলেট বিলি করেছি। কেন তিনি চকলেট বিলি করে বেড়ান এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, চকলেট বিলি করতে আমার ভালো লাগে, সবাইকে চকলেট খাইয়ে আমি আনন্দ পাই।

 
Electronic Paper