ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুরমার তীরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেট ব্যুরো
🕐 ৯:৫০ অপরাহ্ণ, জুলাই ০৭, ২০১৯

সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় সুরমা নদীর তীরবর্তী পৃথক জায়গায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড তোপখানা রোড ও কাজিরবাজার এলাকায় অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযানে শুরু করে।

সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবরকে সঙ্গে নিয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিল। অভিযানকালে তোপখানা রোডের কাজিরবাজার খেয়াঘাট এলাকায় নদীর তীর দখল করে গড়ে উঠা ৩৩টি, মাছবাজার এলাকায় ৩০টি অবৈধ স্থাপনাসহ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

সিলেটের জেলা প্রশাসন সূত্র জানায়, নদীর তীর অবৈধ দখলদারদেরকে জায়গা খালি করতে নোটিশ প্রদানের পাশাপাশি তিন দিন আগে মাইকিং করা হয়েছে। এতে কাজ না হওয়ায় অবৈধ স্থাপনাগুলি গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, সিলেট সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 
Electronic Paper