ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৩০ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক

সুনামগঞ্জ প্রতিনিধি
🕐 ৭:০২ অপরাহ্ণ, জুলাই ০৪, ২০১৯

জাল ও ভুয়া কাগজ তৈরি করে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন সম্পত্তি একজন ব্যক্তিকে ইজারা দেওয়ার কথা বলে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। সে ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন, ভূমি মন্ত্রণালয়ের ভূমি অধিগ্রহণ বিভাগের পরিচালক আফতাব আহমেদ, ভূমি মন্ত্রণালয়ের সচিব এম আউয়াল, পানিসম্পদ মন্ত্রণালয়ের জাফর আহমেদ খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুজিবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মো. তাজুল ইসলামের স্বাক্ষর সংবলিত ভুয়া প্যাড তৈরি করে প্রতারিত ব্যক্তিকে দিয়ে টাকা হাতিয়ে নেয়।

প্রতারণার শিকার ওই পরিবারটি এখন পথে বসেছে। গত মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার বড়কাশিয়া গ্রামের উজ্জ্বল মিয়া জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতারিত হওয়ার বিষয়টি তুলে ধরে সহযোগিতা চান।

তিনি জানান, তার আত্মীয় সিলেটের আম্বরখানা এলাকার বাসিন্দা অপু চৌধুরীর মাধ্যমে জানতে পারেন ২০১৭ সালে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মাহমুদ নগর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন সরকারি পতিত জমি ইজারা দেওয়া হবে। অপু চৌধুরী সরকারি জায়গা ইজারা এনে দিতে পারবেন বলে তাকে জানান। ইজারা বাবদ তিনি ধাপে ধাপে অপু চৌধুরীকে ৩০ লাখ টাকা দিয়েছেন।

 
Electronic Paper