ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গরমে বিপর্যস্ত সুনামগঞ্জ

শহীদ নূর আহমেদ, সুনামগঞ্জ
🕐 ৮:৪৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

কয়েক দিন ধরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সুনামগঞ্জের জনজীবন। গত বুধবার থেকে তাপমাত্রা বেশি অনুভব হচ্ছে। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এমন তপ্ত আবহাওয়ায় সুনামগঞ্জের জনজীবনে অস্বস্তি বেড়েই চলেছে। অনেকেই পানিবাহিত রোগ, জন্ডিস, নিমোউনিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছেন। কেউ কেউ ভুগছেন ডায়রিয়ায়।

এদিকে প্রচন্ড গরমে স্বস্তি পেতে গাছের ছায়ায় বা ঘরে বসে থাকতে দেখা গেছে কর্মক্ষম মানুষদের। ভুক্তভোগীদের জন্য লোডশেডিং হয়ে উঠছে মড়ার উপর খাঁড়ার ঘা। জৈষ্ঠের শেষ ও আষাঢ়ের শুরুতে বৃষ্টি হওয়ার কথা থাকলেও টানা তাপদাহে জ্বলছে গ্রামের মাঠঘাট, শহরের অলিগলি, বিপণিবিতান, ফুটপাত, অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অন্যান্য দিনের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি কম। গরম থেকে প্রশান্তি পেতে গ্রাম-শহরের পুকুর-ডোবা, খালবিল, নদীতে সাঁতার কাটতে দেখা গেছে শিশুদের। লেবুর শরবত বা আখের শরবত পানে ফুটপাতের দোকানে ভিড় জমাতে দেখা গেছে বিভিন্ন বয়সের লোকদের। গ্রাম-শহর, ঘরে-বাইরে, অফিস-আদালত, দোকানপাটে সবখানেই মানুষের মুখে বৃষ্টির জন্য প্রার্থনা।

শহরের বড়পাড়া এলাকার বাসিন্দা দুলাল মিয়া বলেন, প্রচন্ড গরমে টেকা দায় হয়ে পড়েছে। ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। যেন আগুন ঝরছে। এভাবে চলতে থাকলে মানুষ অসুস্থ হয়ে পড়বে।

সুলেমান নামে এক ব্যবসায়ী বলেন, প্রচন্ড গরমে কারণে ক্রেতার উপস্থিতি কম। বেচাবিক্রি ভালো যাচ্ছে না। আমরাও দোকানে বসতে পারছি না। বৃষ্টি না হলে মানুষের দুর্ভোগ বাড়তেই থাকবে।

আবহাওয়াবিদ সাইদ আলম চৌধুরী বলেন, বুধবার সুনামগঞ্জসহ সিলেট অঞ্চলে তাপমাত্রা বেশি ছিল। তবে বৃহস্পতিবার তাপমাত্রা কমেছে। রাতে সুনামগঞ্জে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে কয়েক দিন টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 
Electronic Paper