ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি সুনামগঞ্জের শিক্ষকদের

সুনামগঞ্জ প্রতিনিধি
🕐 ৯:২৮ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯

নয় দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)। সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এমরান হোসেনের কাছে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতরা।

শিক্ষকদের দাবিগুলো হলো- দ্রুত সময়ের মধ্যে বিষয়ভিত্তিক সমন্বিত পদ সৃজন ও পদায়ন, প্যাটার্নভুক্ত পদে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক-কর্মচারীকে আত্মীকরণ, দ্রুত পদসোপান তৈরি ও পদোন্নতির শর্তাবলী প্রণয়ন ও বাস্তবায়ন করা, ১০০% চাকরিকাল গণনা করা এবং কার্যকরী চাকরিকাল পদোন্নতিসহ সকল জায়গায় কার্যকর করা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক এসএম সামাদুল ইসলাম, প্রভাষক মো. নেহারুল হক, আমিনুল ইসলাম, ফয়সল কবীর, কামরুল ইসলাম, মশিউর রহমান, লিটন চন্দ্র সরকার, মীর মোশারফ হোসেন প্রমুখ।

 
Electronic Paper